গনতন্ত্র রক্ষা অতি জরুরী
আধুনিক গনতান্ত্রিক শাসন ব্যবস্থা মানবজাতির একটা চমৎকার অর্জন। গনতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসকগোস্টিকে বিনয়ী, পরমতসহিষ্ণু, নিরহোংকারী, জনহিতৈষী হতে বাধ্য করে।
গনতান্ত্রিক শাসন ব্যবস্থারও কিছু দুর্বলতা আছে কিন্তু মানুষের পক্ষে পারফেক্ট কোন সিস্টেম তৈরি করা সম্ভব না। বর্তমান আওয়ামীলীগ সরকার গনতন্ত্রিক শাসন ব্যবস্থা থেকে পরিবারতন্ত্র কেন্দিক একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে যা খোদ আওয়ামীলীগের অধিকাংশ নেতা-কর্মিদের জন্যও খুব খারাপ খবর।
কিছুদিন আগে উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিকে (Jang Song Thaek) মৃত্যুদন্ড দেওয়া হয় যিনি কিনা শীর্ষ ক্ষমতাধর (Kim Jong Un) এর আপন ফুপা। Kim Jong Un এর পিতা Kim Jong-il যখন উত্তর কোরিয়ার শীর্ষ ক্ষমতাধর ছিল তখনও Jang Song Thaekই ছিলেন দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি অথচ ছেলের তুল্য এবং ছেলের বয়সী Kim Jong Un এর হাতে তাকে শেষ পর্যন্ত নির্মমভাবে জীবন দিতে হল কারন তিনি শাসন ব্যবস্থায় সংস্কার চেয়েছিলেন, এটাই ছিল তার অপরাধ।
কয়েকদিন আগে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্তীকেও (Hyon Yong Choi) মৃত্যুদন্ড দেওয়া হয়েছে, যার অপরাধ ছিল Kim Jong Un এর কোন একটা অনুস্টানে ওনি হটাৎ ঘুমিয়ে পড়েন! এছাড়াও উর্ধতন অনেক কমনিস্ট পার্টির নেতা এবং কর্মকর্তাকে কিম্ মৃত্যুদন্ড দিয়েছে। Kim Jong Un এর অচরন দেখে মনে হচ্ছে সে প্রায় পাগল হয়ে গেছে!

Kim Jong Un
ঐ পাগলের হাতে এখন সমগ্র উত্তর কোরিয়ার ক্ষমতা, এটা হয়েছে ওখানেও পরিবারতন্ত্রের কারনে! যেদিন Kim Jong Un ক্ষমতা হারাবে সেদিন ওর এবং ওর সাংগপাংগদের কি হবে তা সহজেই অনুমেয়! বুঝুন পরিবারতন্ত্র কেন্দ্রিক একদোলীয় শাসন ব্যবস্থা কতটা ভয়ংকর হতে পারে! মানব ইতিহাস বার বার দেখেছে ডিক্টেটরদের শেষ পরিনতি কি ভয়ংকর হয় কাজেই অগনতান্ত্রিক পরিবারতন্ত্র দেশের জন্য তো ভাল নাই, ব্যক্তির জন্যও ভাল না।

Jang Song Thaek